ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সৃজিতের ছবিতে জয়া আহসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২৫ জানুয়ারি ২০১৮

জয়া আহসান দুই বাংলায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন। বছর দুয়েক আগে কলকাতার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’তে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক খ্যাতি। বর্তমানে তিনি অভিনয়ে ব্যস্ত রয়েছেন একই পরিচালকের ‘এক যে ছিল রাজা’ চলচ্চিত্রে।

নতুন খবর হলো আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া আহসান। কলকাতার আনন্দলোক জানায়, প্রথমবারের মতো প্রযোজনায় নাম লেখাচ্ছেন সৃজিত মুখার্জি। আর সে চলচ্চিত্রেও অভিনয় করবেন জয়া আহসান।

জানা যায়, বর্তমান ছবির কাজ শেষ হলেই শুরু করবেন নতুন ছবির শ্যুটিং। এই ছবিতে সৃজিতের আস্থা জয়া আহসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, মমতা শঙ্কর ও যিশু সেনগুপ্তের ওপর।    

সৃজিতের ক্যারিয়ারের প্রথম প্রযোজিত চলচ্চিত্র হলেও এই ছবিতে পরিচালক হিসেবে তিনি থাকবেন না। প্রযোজনায় তার সঙ্গে থাকছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্ম।     

এসি/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি