ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আমি গর্ভবতী নই : দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১৭, ১ ফেব্রুয়ারি ২০১৮

বলিউডের আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘পদ্মাবত’ সিনেমাতে ‘রানি পদ্মাবতীর’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তবে দীপিকা যেকোন সিনেমাতে যেকোন চরিত্রে অভিনয় করার আগে একটু পরীক্ষা করে নেন। নিজেকে ঝালাই করেন ফিট হওয়ার জন্য। পেশাগত জীবনে বরাবরই সিরিয়াস এই অভিনেত্রী।
দীপিকা শুধু অভিনয়ের কারণে নয়, মাঝে মাঝে ব্যক্তিগত কারণেও শিরোনামে চলে আসেন। বেশকিছু দিন ধরেই রণবীর সিংয়ের সঙ্গে তার আংটি বদল নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে এক সাক্ষাৎকারে সবাইকে চমকে দেওয়া মতো কথা বললেন দীপিকা।
জানালেন, তিনি গর্ভবতী নন।
আসলে, নেহা ধুপিয়ার একটি টক শো-তে বোন আনিশাকে নিয়ে গিয়েছিলেন দীপিকা। সেখানে নেহা, রণবীরের সঙ্গে দীপিকার এনগেজমেন্ট নিয়ে প্রশ্ন করেন। জবাবে দীপিকা জানান তারা এনগেজড নন। সেই সঙ্গে তিনি যোগ করেন, এই মুহূর্তে তেমন কোন পরিকল্পনা নেই। আমি গর্ভবতী নই। আমি সন্তান ধারণ করছি না। আমার এনগেজমেন্ট হয়নি আর আমি বিবাহিতও নই। আর খুব তাড়াতাড়ি বিয়ে করার কোন পরিকল্পনাও আমার নেই।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি