ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হানিমুনে শুভশ্রী-সোহম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে হানিমুনে গেলেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। সঙ্গে আর কেউ নন, জনপ্রিয় অভিনেতা সোহম। ভিডিওতে তেমনই দেখা গেছে।

অবাক হওয়ারই কথা। হয়তো অনেকেই ভাবছেন প্রিয় অভিনেত্রী আবার কবে সাতপাকে বাঁধা পড়লেন? না বিষয়টি তেমনটা নয়, শুভশ্রী ভক্তরা হয়তো অনেকেই জানেন তার আগামী সিনেমার নামই হচ্ছে হানিমুন।

ভ্যালেন্টাইনস ডে-তেই মুক্তি পেতে যাচ্ছে সোহম-শুভশ্রীর এই রোম্যান্টিক সিনেমাটি। সমরেশ বসুর গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিনেমাটি। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিনেমাটোগ্রাফার প্রেমেন্দু বিকাশ চাকি। সদ্য বিবাহিত বিপিন-জয়ন্তীর চরিত্রেই দেখা যাবে সোহম-শুভশ্রীকে।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ অভিনেতারা। গত ৪ ডিসেম্বর এ সিনেমার শুভ মহরৎ অনুষ্ঠিত হয়। হানিমুনের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সিনেমার বেশিরভাগ অংশের শ্যুটিং হওয়ার কথা উত্তরবঙ্গে।

ইতিমধ্যে সিনেমার গান প্রকাশ করা হয়েছে। এই গানটি প্রকাশে পর ট্যুইটারে মজার ছলে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী। কেমন লাগলো হানিমুন সিনেমার গান, তাও অভিনেত্রী জানাতে বললেন ভক্তদের।

গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি