ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ঢাকায় ‘হলুদবনি’র শুটিং এ পরমব্রত-তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ত্রিমুখী ভালোবাসার গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘হলুদবনি’। সিনেমাটিতে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও কলকাতার পরমব্রত। এর আগে ভারতের পশ্চিমবঙ্গে সিনেমার বেশকিছু অংশের শুটিং হয়েছে। বর্তমানে বাংলাদেশে চলছে শুটিং। শুটিং এ অংশ নিতে ঢাকায় রয়েছেন পরমব্রত। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন দুই তারকা।

এ বিষয়ে তিশা বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার শুটিং হবে। এর আগে গত বছর মার্চে পশ্চিমবঙ্গে ঝাড়খন্ডের হাজারিবাগ এলাকায় শুটিং হয়েছিল।

তিনি বলেন, ‘এ সিনেমাতে অনু নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করছি। আমি এমন একটা চরিত্রে অভিনয় করছি, যার প্রতি সবার মায়া জন্মাবে। এই সিনেমার গল্প খুবই মিষ্টি, সবাইর পছন্দ হবে বলেই আশা করছি।’

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ হচ্ছে। এটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।

সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার টেলিসিনে এন্টারটেইনমেন্ট।

‘হলুদবনি’ সিনেমার রুপসজ্জাকর হিসেবে আছে বাংলাদেশের মনির হোসাইন। এ সিনেমার গানের সুর ও সংগীত পরিচালনা করছেন সৈকত মিত্র।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি