ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদাম তুসোর জাদুঘরে ‘বাহুবলী’র কাটাপ্পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের বহুল আলোচিত একটি ছবি ‘বাহুবলী’। বক্স অফিসে এই ছবিটি ঝড় তুলেছিল। এই ছবির দুটি পর্বই ব্যাপক আলোচিত হয়। মুক্তির পর দেখার জন্য দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে প্রেক্ষাগৃহে। এই সিনেমার আকর্ষণে ছিলো কাটাপ্পা চরিত্রটি। সে চরিত্রে অভিনয় করেছিলেন তামিল অভিনেতা সত্যরাজ।

তার অনবদ্য অভিনয় মন কেড়েছে বলিউডপ্রেমীদের। তারই স্বীকৃতি স্বরুপ এবার ঐতিহাসিক মাদাম তুসো জাদুঘরে স্থান পেতে যাচ্ছে সত্যরাজের মূর্তি। তামিলের এই বর্ষীয়ান অভিনেতার জন্য খবরটা খুবই আনন্দের। তাই নিজেই টুইটার বার্তায় সবাইকে জানিয়েছেন তা।

এর আগে বাহুবলীর নায়ক প্রভাসের একটি মূর্তি স্থান পেয়েছিলো মাদাম তুসোর ব্যাংকক জাদুঘরে। দ্বিতীয় তামিল অভিনেতা হিসেবে এবার সত্যরাজের ঠাঁই হচ্ছে সেখানে।

বাহুবলী ছাড়াও শাহরুখ দিপীকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটিতেও দীপিকার বাবার ভূমিকায় দারুণ অভিনয় করেছিলেন সত্যরাজ। 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি