ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কঠিন রোগে আক্রান্ত দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:০৮, ১৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বেশ জটিল শারীরিক সমস্যায় ভূগছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চিকিৎকের পরামর্শে সব কাজ বাদ দিয়ে আপাতত তিনি পরিবারের সঙ্গে বাড়িতেই বিশ্রাম করছেন। বিশাল ভারতাজের সঙ্গে তার পরবর্তীর ছবির শুটিংও তার অসুস্থতার কারণে আগষ্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।  

`পদ্মাবত` ছবির শ্যুটিংয়ের সময় দীপিকা ঘাড় আর পিঠের ব্যথায় আক্রান্ত হন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিটামিন ডি ৩ স্বল্পতার কারণে তার পিঠের ব্যথাটা আবারও বেড়েছে। এর জন্য চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি নিজের অসুস্থতা প্রসঙ্গে দীপিকা জানান, ব্যথার জন্য তিনি খুব শিগগির ফিজিওথেরাপি নিতে শুরু করবেন। তিনি তার অসুস্থতা নিয়ে ভক্তদের চিন্তিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা দীপিকা। বড় বড় নির্মাতা তাকে নিয়ে ছবি করার জন্য মুখিয়ে থাকেন। তবে দীপিকা স্ক্রিপ্ট যাচাই করে ছবি হাতে নিচ্ছেন।

বলিউডের একটি সূত্র জানায়, `পদ্মাবত` ছবির সাফল্যের পর দীপিকা শুধু ভালো স্ক্রিপ্টই খুঁজছেন না সেই সঙ্গে নিজের চরিত্রের জন্য বড় পারিশ্রমিকও দাবি করছেন।

সূত্র : পিঙ্কভিলা

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি