ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৌকীরের পঞ্চম চলচ্চিত্রে আবুল হায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নির্মাতা তৌকীর আহমেদের নির্দেশনায় এর আগে আবুল হায়াত চারটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এবার তিনি পঞ্চমবারের মতো তৌকীরের নির্দেশনায় শুরু করেছেন নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’কাজ। এই চলচ্চিত্রে তিনি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন।

আবারও তৌকীরের নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘তার নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি। নিঃসন্দেহে সে একজন মেধাবী নির্মাতা।’

তিনি আরও বলেন, ‘যথারীতি খুবই গোছানো একটি ইউনিট থাকে। যারাই কাজ করেন বেশ আন্তরিকতা নিয়ে করেন। আমি শুটিংয়ে অংশ নেয়ায় সবাই বেশ খুশি। দারুণ একটা মুড নিয়ে কাজ করছি।’

নতুন এই সিনেমার শুটিং এ অংশ নিতে আবুল হায়াত রয়েছেন খুলনায়। সেখানে খুলনা শহর সহ পাইকগাছা বাজারে ‘ফাগুন হাওয়া’র শুটিং শেষ করেছেন। আগামী ২৫ মার্চ তিনি আবারও শুটিংয়ে অংশ নেবেন।

উল্লেখ্য, তৌকীর আহমেদের নির্দেশনায় আবুল হায়াত প্রথম ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি একই নির্দেশকের নির্দেশনায় ‘দারুচিনি দ্বীপ’, ‘রূপকথার গল্প’ এবং ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি