ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফোর্বসের সেরা ৩০-এ আনুশকা শর্মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৫৬, ২৮ মার্চ ২০১৮

সেরাদের তালিকায় এবার উঠে এলেন বলিউড সুন্দরী অনুশকা শর্মা। এবারের ফোর্বস ম্যাগজিনের সেরা ৩০-এর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৮ সালের এ তালিকা তৈরি করা হয়েছে কাজের ধরণ, সুন্দর এবং সংস্কারের উপর ভিত্তি করে।

ফোর্বস ম্যাগজিন মোট ৩০০ জন ৩০ বছরের কম বয়সীদের নামের তালিকা প্রকাশ করে। তাদের মধ্যে এশিয়ার উন্নতিতে, পরিবর্তনে প্রভাব ফেলেছেন এমন ৩০ জনের মধ্যে তাকে রাখা হয়েছে।

বলিউডের সুন্দরী এই অভিনেত্রী ২০০৭-এ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে ২০০৮ সালে অভিনয় শুরু করেন তিনি। তার প্রথম সিনেমা ‘রাব নে বানা দে জোড়ি’ বক্স অফিসে সাফল্য লাভ করে।

এর ধারাবাহিকতায় `ব্যান্ড বাজা বারাত`, `যব তক হ্যায় জান`, `বোম্বে ভেলভেট `, `পি কে`,অ্যায় দিল হ্যায় মুশকিল`, `যব হ্যারি মেট সেজল`, সহ একাধিক ছবিতে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি। মাত্র ২৯ বছরেই মেধা ও কাজের প্রতি একনিষ্টতার কারণে সাফল্যের অনেকটা ধাপ এগিয়ে গেছেন বলিউট এই সুন্দরী।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি