ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও হলিউডে দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৩০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিন্দুকেরা বলেন, দীপিকার মধ্যে হলিউডি ইমেজ নেই। কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। ‘ট্রিপল এক্স’-এর পর আবারও হলিউডি সিনেমার প্রস্তাব এসেছে দীপিকা পাডুকোনের কাছে। তবে সিনেমার নাম এখনও জানা যায়নি। এ খবর গুঞ্জন আকারে প্রকাশ পেয়েছে বলিউড পাড়ায়।

এদিকে ইরফানের অসুস্থতার জন্য পিছিয়ে গেছে, অভিনেত্রীর বলিউডে নেক্সট প্রোজেক্ট। তবে এসব পেছনে রেখে বলিউডে আলোচিত হয়ে উঠেছে দীপিকা-রণবীরের বিয়ের খবর। গুঞ্জন চলছে চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই দুই লাভবার্ড। তাই বিয়ের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে, ইতিমধ্যে মায়ের সঙ্গে বেঙ্গালুরুতে গিয়ে বিয়ের গহনা কিনে ফেলেছেন দীপিকা।

প্রসঙ্গত, ‘মার্বেল’-এর এই বিখ্যাত কমিক চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন রায়ান রেনল্ডস। মে মাসে মুক্তি পাওয়ার কথা ‘ডেডপুল’-এর দ্বিতীয় সংস্করণের। সিনেমাটি ডাবিংয়ের অফারটি রণবীর সিংকে দেওয়া হয়েছিল। কিন্তু ‘গাল্লিবয়’-এর জন্য ‌এই অফার ছেড়ে দিতে হয়েছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি