ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিয়ার ভিডিওগ্রাফি ও ফটোশুট হাঙ্গেরি-স্পেন-ফ্রান্সে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জান্নাতুল ফেরদৌস পিয়া দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দক্ষ মডেলিংয়ের ছাপ রেখে চলেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম আইকন হিসেবে। সাফল্যের মুকুটে ইতোমধ্যে বেশকিছু তকমাও লাগিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার যোগ দিচ্ছেন একটি গ্রুপ ফটোশুট ও ভিডিওগ্রাফিতে।

বিখ্যাত `ড্যাঞ্জ` কোম্পানির একটি ক্যালেন্ডারের জন্য মডেলদের শুট করা হবে হাঙ্গেরি, স্পেন ও ফ্রান্সে। ২৫ জনের মধ্য ১৩ জন মুম্বাইয়ের, ১১ জন দিল্লির। আর বাকি একজন পিয়া।

পিয়া জানান, আগামীকাল বুধবার হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা দিবো। সেখানে ফটোশুট শেষ করে যাবো স্পেনে। এরপর ফ্রান্সে। এই তিনটি দেশে আমাদের ফটোশুট এবং একটি ভিডিওগ্রাফি ক্যামেরাবন্দী হবে। ক্যালেন্ডারের প্রয়োজনে বিভিন্ন দেশে লোকেশন বাছাই করা হয়েছে। এই কাজ সম্পন্ন করে সেখান থেকে ২১ এপ্রিল যাব যুক্তরাষ্ট্রে। যোগ দিবো নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ঢালিউড অ্যাওয়ার্ডে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ এপ্রিল ঢাকায় ফিরবো।

এছাড়া আজ মঙ্গলবার কুমিল্লায় `সেইলরের` একটি শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানান পিয়া।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি