ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অঙ্কুশের সঙ্গে টালিউডে সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৩ এপ্রিল ২০১৮

বলিউডকে নিজের ইশারায় নাচিয়ে এবার টালিউডে প্রবশে করছেন সালমান। তবে এই সালমান কিন্তু ভাইজান সালমান নয়। এ হচ্ছে সালমান ইউসুফ খান। বলিউডের কোরিওগ্রাফার। ‘এনি বডি ক্যান ডান্স’ সিনেমায় যিনি ধুম নাচিয়ে ছিলেন ড্রান্স ফ্লোরে।

জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই সালমানের স্টেপে এবার জমে উঠবে টালিউড। ‘ডি4 ডান্স’ দিয়ে বাংলা সিনেমায় এন্ট্রি নিতে যাচ্ছেন কোরিওগ্রাফার অভিনেতা সালমান ইউসুফ।

এবার বাংলায় তৈরি হতে যাচ্ছে প্রথম ‘ডান্স মুভি’। পরিচালক বাংলার খ্যাতনামা কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদব। সিনেমাটির হিরো অঙ্কুশ। পুরো সিনেমা জুড়ে থাকবে নাচ। আর সে জন্যই সালমান ইউসুফ খানকে চাইছেন বাবা যাদব।

শোনা যাচ্ছে, ‘ডি4 ডান্স’-এ ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইউসুফকে। যদিও পুরো খবরটিই বাতাসে উড়ে বেড়াচ্ছে। এই বিষয়ে এখনও অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।

হলিউড, বলিউডের পর এবার নাচ-কে কেন্দ্র করে সিনেমা তৈরি হবে টালিউডে। এই সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন অঙ্কুশ। নাচের প্রশিক্ষণও নিচ্ছেন জোর কদমে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি