ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা নারীত্বের অংশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১৪ এপ্রিল ২০১৮

পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা নারীত্বেরই একটি অংশ বলে মন্তব্য করেছেন বলিউডের ‘‌হট’‌ গার্ল উর্মিলা মাতোণ্ডকার। তিনি এক সময় বলিউড জগতে নিজের নাচ এবং অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। যে কোনো চরিত্রেই খুব সাবলীল ভাবে অভিনয় করেছেন তিনি।

অভিনয় থেকে অবসর নেওয়ার বহুদিন পর আবারও উর্মিলাকে দেখা গেল ‘‌ব্ল্যাকমেল’‌ ছবিতে। উর্মিলা জানান, একজন নারী হিসেবে তার পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা থাকবে এটা স্বাভাবিক। কিন্তু সেটা যেন কুরুচিকর না হয়।

এক সাক্ষাৎকারে উর্মিলা বলেন, পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা নারীত্বেরই একটি অংশ। তবে আকর্ষণ এবং কুরুচির মধ্যে খুব ছোট্ট তফাৎ রয়েছে। তাই অনেকেই বিষয়টা গুলিয়ে ফেলেন।

তিনি বলেন, আমার মনে হয় আমি কখনই অনস্ক্রিনে কোনো কুরুচিকর কিছু করেছি। কাউকে আকর্ষণ করা নারীদের স্বাভাবিক আচরণ। তাই আমি যখনই সিনেমায় ডান্স করেছি সেটা কোনো সময়ই কুরুচিকর লাগেনি দর্শকের কাছে।

আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি