ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শাকিব খানের বিরক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১৫ এপ্রিল ২০১৮

বর্তমানে স্কটল্যান্ডে ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী পায়েল সরকার। এদিকে বাংলাদেশের চলচ্চিত্র প্রিভিউ কমিটি থেকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসেবে অনুমতি না পাওয়ায় পহেলা বৈশাখে শুধু কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘চালবাজ’

বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, ‘আমি বিরক্ত। কারণ যখনই আমার সিনেমা মুক্তি দেয়ার সময় আসে তখনই দেখি নানান ঝামেলা সৃষ্টি হয়। তাহলে কি শুধু শাকিব খানের সিনেমা আসতে চাইলেই এখানে সমস্যা শুরু হয়।’

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিকে শাকিব খান

তিনি আরও বলেন, ‘এর আগে তো বাংলাদেশের প্রেক্ষাগৃহে কলকাতার ‘জিও পাগলা’, ‘ইন্সপেক্টর নটি.কে’সহ বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। তখন তো এখানকার কেউই এটা নিয়ে কথা বলেনি। তাহলে কি শুধু শাকিব খানের সিনেমা মুক্তির সময় এলেই এমন হয়? এভাবে একটা ইন্ডাস্ট্রি কিভাবে এগিয়ে যাবে?’

শাকিব খান আরও বলেন, ‘দিনের পর দিন ভালো সিনেমা দিয়েই তো সিনেমা হল টিকিয়ে রাখতে হবে। সিনেমা হল তো এখন একের পর এক শুধু বন্ধই হয়ে যাচ্ছে। দুই বাংলাতে ভালো কিছু সিনেমাতে কাজ করার চেষ্টা করছি আমি।’

উল্লেখ্য, শাকিব খান অভিনীত ‘চালবাজ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি মুক্তি উপলক্ষে গান ও পোস্টার এরইমধ্যে প্রকাশ করা হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। এর আগে ‘নবাব’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি