ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

অভিনেত্রী ফারজানা ববি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১৫ এপ্রিল ২০১৮

বেদের মেয়ে জোসনা’ সিনেমার পার্শ্ব অভিনেত্রী ফারজানা ববি আর নেই। শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

ফারজানা ববি বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রী। ‘বেদের মেয়ে জোসনা’, ‘পাগলী’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

পারিবারিক জীবন শুরুর পর তিনি অভিনয় থেকে দূরে চলে যান। শনিবার দুপুরের পর আজিমপুর কবরস্থানে জানাজা শেষে ববির লাশ দাফন করা হয়। সে সময় চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।

ববির মৃত্যু সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, শুক্রবার সন্ধ্যায় ববি বাসায় রান্না করছিলেন। তখন হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ব্রেইন স্ট্রোকের পর তার মৃত্যু হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি