ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৃজিতের আসল প্রেম জয়া আহসান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

শোবিজ পাড়ায় আলোচনার কেন্দ্রে এখন অভিনেত্রী জয়া আহসান কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। তাদের প্রেমের গুঞ্জন নিয়ে কম জল ঘোলা হয়নি। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে এই প্রেমের গুঞ্জন। তবে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা হলেও মুখ খোলেননি দুজনের কেউই। অবশেষে এবার মুখ খুললেন ‘জাতিস্বর’-খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি।

জয়াকে প্রশংসার সাগরে ভাসিয়ে এক সাক্ষাৎকারে সৃজিত বলেন, ‘জয়ার মতো অভিনেত্রী, জয়ার মতো মানুষ, জয়ার মতো নারী আমি খুব কমই দেখেছি। এই সম্পর্ক বন্ধুত্ব, প্রেম বা তার চেয়েও বেশি কিছু।’

এদিকে সৃজিতকে নিয়ে আরও গুঞ্জন রয়েছে। রাজনন্দিনী নামের এক অল্প বয়সি মেয়ের সঙ্গে নাকি সৃজিতের প্রেমের সম্পর্ক রয়েছে! তাই প্রশ্ন এসেই যায়, ‘রাজনন্দিনী নাকি জয়া আহসান- কে সৃজিতের আসল প্রেম?’

এর উত্তরে সৃজিত সরাসরি বলেন, ‘ওরে বাবা! রাজনন্দিনী বাচ্চা মেয়ে। আমি ওর মেন্টর। ওর সব কিছু নিয়ে আমার বক্তব্য আছে।’

আর এতেই প্রকাশ পায় সৃজিতের আসল প্রেম?

ওই সাক্ষাৎকারে বিয়ের প্রশ্ন তুলতেই সৃজিত বলেন, ‘কার সঙ্গে, কবে বিয়ে হবে তা জানি না। তবে আমি বিয়ে করব, ভেবেই প্রেম করতে চেয়েছি। এমনও হয়েছে, কোনও আবেগঘন মুহূর্তে কেউ বলে ফেলেছে, ‘কাস্টিং-টা কী হলো?’ তার ছিঁড়ে গেছে সেই দিন। প্রেম আর কাজ আমি জীবনেও গুলিয়ে ফেলিনি।’

সৃজিত সবসময়ই কাজের প্রতি দায়বদ্ধ ছিলেন। তারই জের ধরে তিনি বলেন, ‘বাবা চলে গেল যেদিন, শ্মশানে ওই চিতাভস্ম হাতে নিয়ে বুঝেছিলাম, সব ফুরিয়ে যাবে, শুধু থেকে যাবে কাজ। আমার চলে যাওয়ার পর মনে হয় পেন ড্রাইভে আমার ওই সিনেমা, গান, অভিনয় থাকবে। ব্যস, এইটুকু আলো নিয়ে বাঁচি!’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি