ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিউ ইয়র্কে পারফর্ম করলেন পিয়া বিপাশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৫৩, ১৯ এপ্রিল ২০১৮

বর্তমানে নিউ ইয়র্কে আছেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিতেই তিনি নিউ ইয়র্কে গেছেন। অনুষ্ঠানে পারফর্ম করেছেন পিয়া।

পিয়া বিপাশা জানান, গত ১৬ এপ্রিল নিউ ইয়র্কে এসেছি। নিউ জার্সির শেরাটন আটলান্টিক সিটি কনভেনশন সেন্টারে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানটি হয়েছে। এখানে এসে বেশ ভালোই লাগছে। আর অনুষ্ঠানটিও দর্শকরা বেশ উপভোগ করেছেন। আমি ছাড়াও অভিনেতা সজল ভাই, কণ্ঠশিল্পী তাহসান খানসহ অনেক তারকা এসেছেন বাংলাদেশ থেকে।’

তিনি আরও বলেন, ‘আগামী ২২ এপ্রিল নিউ ইয়র্কের জ্যামাইকাতে আরও একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠান শেষ করে বাংলাদেশে ফিরব।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি