ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

লন্ডন থেকে দেশের মাটিতে শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:২৮, ২১ এপ্রিল ২০১৮

টানা ২০ দিন শুটিং শেষে দেশে ফিরেছেন শাকিব খান। ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং করতে তিনি লন্ডনে ছিলেন। শুক্রবার বিকালে তিনি ঢাকায় পৌঁছান।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান জানান, ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং শেষ করলাম। লন্ডনে বেশ ঠান্ডা। যে কারণে প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিলো। তবে ভালো ভাবেই কাজ শেষ হয়েছে।’

উল্লেখ্য, গত ৩১ মার্চ ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং’র জন্য লন্ডন যান শাকিব খান। সেখানকার বিভিন্ন লোকেশনে এই সিনেমার শুটিং হয়।

‘ভাইজান এলো রে’ সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘শিকারি’ ও ‘নবাব’ করেছেন শাকিব। প্রযোজনায় আছে এসকে মুভিজ।

‘ভাইজার এলো রে’র মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। আর এ সিনেমাতে বাংলাদেশের সুপারস্টারকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মনিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

আগামী ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি