ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সৌরভের বায়োপিকে অভিনয় করতে চান যিশু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২১ এপ্রিল ২০১৮

ক্রিকেটের প্রতি তার ভালোবাসার কথা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। এখনও শুটিংয়ের ফাকে ক্রিকেট ব্যাট হাতে খেলতে নামা তার পছন্দের অবসর। অথবা সেলিব্রিটি ক্রিকেট ম্যাচে তার জায়গা পাকা। তিনি অভিনেতা যিশু সেনগুপ্ত। এ বার তাকে দেখা গেল আইপিএলের কমেন্ট্রি বক্সে।

স্টার জলসা মুভিসের চলতি বছরে আইপিএলের বাংলা কমেন্ট্রি শুনছেন দর্শক। আর সে কারণেই সদ্য কমেন্ট্রি বক্সে হাজির ছিলেন যিশু।

বিভিন্ন রকম চরিত্রে যিশুকে দেখেছেন দর্শক। কিন্তু কোনো ক্রিকেটারের বায়োপিকে যদি অভিনয় করতে হয়, তা হলে কি বিশেষ কোনো পছন্দ রয়েছে তার? এ প্রশ্নের উত্তরে যিশু বলেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কোনো নাম হতেই পারে না। কারণ সৌরভ বাংলার। আর আমিও বাঙালি। আমি অনেকদিন ধরে ওকে চিনি। ১৯৯৬-এ যখন সৌরভ ইংল্যান্ডে গিয়েছিল ভারতকে রিপ্রেসেন্ট করতে তখন আমি ওকে নেটে বল করতাম। ফলে ওর বায়োপিক করতে পারলে ভাল লাগবে।”

আর আইপিএলে চোখ বুজে কেকেআরকে সাপোর্ট করেন যিশু। তার কথায়, ‘‘আমার বাড়ির ছাদে একটা ছোট থিয়েটার আছে। আমার বন্ধুরা একসঙ্গে বসে খেলা দেখি। তবে কেকেআরকে সাপোর্ট করাটা মাস্ট।”

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি