ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আমার বিয়ে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : তানজিন তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৩৮, ২৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গানের ভিডিওর মডেল হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। বিজ্ঞাপনচিত্র আর নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই তারকা। মাঝে কণ্ঠশিল্পী হাবিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে ব্যপক আলোচনায় আসেন তিনি।

নিজের শুরুটা নিয়ে তিশা বলেন, ‘স্থির চিত্রের মডেলিংয়ে কাজ করার পর একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। এটি টেলিভিশনে প্রচার হওয়ার পর দারুণ সাড়া পাই। তারপর থেকে একের পর এক কাজের প্রস্তাব আসতে থাকে। ভালো বিজ্ঞাপনের প্রস্তাব এলে এখনও কাজ করছি।’

নিজের প্রথম অভিনয়ের বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘২০১২ সালের শেষ দিকে রেদওয়ান রনির পরিচালনায় ‘ইউটার্ন’ নামের টেলিফিল্ম দিয়ে অভিনয়ে আমার অভিষেক হয়। এরপর মডেলিংয়ের পাশাপাশি সমানতালে অভিনয়ও করে যাচ্ছি। এখন আমি অভিনয়কেই প্রাধান্য দিচ্ছি।’

সিনেমার কাজ নিয়ে তিশা বলেন, ‘সিনেমায় অভিনয়ের ইচ্ছেটা আগের থেকে কমে গেছে। এমনও সময় গেছে, আমি সিনেমায় সাইন করিনি কিংবা কোনো প্রডাকশন হাউসের সঙ্গে কথা বলিনি, তারপরও নিউজ হয়েছে আমি সিনেমায় কাজ করছি। এ ব্যাপারগুলো আমাকে বিব্রত করেছে।’

তিনি আরও বলেন, ‘তারপর একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে আমার কথা হয়। তবে এখন আমি সিনেমা নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত আমার অভিনয় নিয়ে। যদি কোনো ভালো গল্প আসে, যেটি ক্যারিয়ারে নতুন সংযোজন হবে তাহলে আমি সিনেমায় অভিনয় করব। সিনেমার জন্য অভিনয় নয়, অভিনয়ের জন্য সিনেমা করব।’

এদিকে তিশার প্রেম ও বিয়ে নিয়ে বেশ গুঞ্জন চলছে। বিয়ে নিয়ে তিশা বলেন, ‘আমি এটি নিয়ে কোনো কথাই বলব না। মানুষের কাজই তো কথা বলা, তাই তারা নানাভাবে আমার বিয়ের গুজব ছড়াচ্ছে। এটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে আমি যদি বিয়ে করি, তাহলে ধুমধাম করেই বিয়ে করব।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি