ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জনপ্রিয় অভিনেত্রী অমিতা উদগাতা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ২৬ এপ্রিল ২০১৮

জীবনের সব রং ফুরিয়ে গেলো। চিরকালের মতো ক্যামেরা-লাইটের দুনিয়াকে বিদায় জানালেন অমিতা উদগাতা। গতকাল বুধবার হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুগছিলেন অমিতা। গত ৪ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ফুসফুস বিকল হয়ে যাওয়াতেই মৃত্যু হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর।

এদিকে অমিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলি পাড়ায়। একের পর এক সহ-কর্মীদের টুইটে শোকস্তব্ধ সোশ্যাল মিডিয়া।

বর্তমানে ’কুচ রং পয়ার কে’, ’মন কে আওয়াজ প্রতিজ্ঞা’, ‘মহারানা প্রতাপ’, ‘ডোলি আরমানো কি’-এই চারটি ধারাবাহিকে অভিনয় করছিলেন অমিতা। তবে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

‘হাসি তো ফাসি’ সিনেমাতে পরিনিতি চোপড়া এবং ‘সর্বজিত’এ ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি