ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষুদে ভক্তদের সঙ্গে সালমান খান   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ২৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

‘রেস থ্রি’ ছবির শুটিং এর জন্য এখন কাশ্মীরে রয়েছেন বলিউড ভাইজান। আর সেখানেই ক্ষুদে ভক্তদের সঙ্গে মেতে উঠেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রেমো ডি,সুজা। সহশিল্পীদের নিয়ে ছবির শেষ ভাগের দৃশ্যে ধারণের কাজ চলছে সেখানে।

কাশ্মীর গিয়েই মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবার সঙ্গে প্রথমে দেখা করেছিলেন সালমান। যার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন ছবির প্রযোজক রমেশ তুরানি।

এবার কাশ্মীরের কয়েকজন ক্ষুদে ভক্তর সঙ্গে সময় কাটালেন ৫২ বছর বয়সী এই তারকা। তাদের সঙ্গে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে পোজও দিয়েছেন বলিউড ভাইজান।

এরইমধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ক্ষুদে ভক্তদের সঙ্গে তোলা সেই ছবি। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

এর আগে ভাইজানের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন জ্যাকলিন। যেখানে দেখা যাচ্ছে, ভূ-স্বর্গের নিম্নমুখী তাপমাত্রায় যেখানে লেপ-কম্বল জড়িয়েও ঠান্ডায় কাঁপছেন জ্যাকলিন, সেখানে মাত্র একটি গেঞ্জি পরেই দাঁড়িয়ে রয়েছেন সালমান। এর ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন ‘টু হট টু হ্যান্ডেল।’

এখানেই শেষ নয়, সালমানের সঙ্গে কাশ্মীরের রাস্তায় বাইক রাইডিংও করেছেন জ্যাকলিন।  

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি