ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বলিউড তারকাদের প্রথম আয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:২৯, ২৭ এপ্রিল ২০১৮

আজ তাদের সম্পত্তির বৈভব আছে। কিন্তু শুরুতে প্রচুর প্রতিকূলতা পেরিয়ে এই স্থানে আসতে সক্ষম হয়েছেন তারা। জেনে নেওয়া যাক এই বিখ্যাত বলিউড তারকাদের জীবনের প্রথম বেতন কত ছিল।

১)শাহরুখ খান

শাহরুখ খান একবার একটি গজল কনসার্টের দর্শকদের সঠিক আসনে নিয়ে গিয়ে বসানোর কাজ করেছিলেন। তার জন্য তিনি ৫০ টাকা পেয়েছিলেন। এটিই তার প্রথম রোজগার ছিল।

২)হৃতিক রোশন

অভিনেতার পরিবারে জন্ম হৃতিক রোশনের। কিন্তু জীবনের প্রথম বেতন ছিল মাত্র ১০০ টাকা। ‘আশা’ (১৯৮০) ছবিতে শিশু অভিনেতার ভূমিকায় অভিনয় করে এই টাকা রোজগার করেছিলেন।

৩)সোনম কাপুর

অভিনয় জগতে আসার আগে অ্যাসিসট্যান্ট ডিরেক্টরের কাজ করতেন সোনম কাপূর। তখন মাসে ৩,০০০ টাকা করে বেতন পেতেন তিনি।  

৪)অক্ষয় কুমার

শুরুটা মোটেই খুব সহজ ছিল না অক্ষয় কুমারের। ব্যাংককের একটি রেস্তোরাঁয় শেফ হিসেবে কাজ করে মাসে ১৫০০ টাকা আয় করতেন তিনি। 

৫)আমির খান

সহ পরিচালক হিসেবে কাজ করে আমির খান প্রথম পেয়েছিলেন মাত্র ১,০০০ টাকার একটি চেক।

৬)প্রিয়ঙ্কা চোপড়া

প্রিয়ঙ্কা চোপড়া এউ মুহূর্তে হায়েস্ট পে়ড অভিনেত্রী। কিন্তু প্রথম তিনি পেয়েছিলেন ৫,০০০ টাকার চেক। পুরো টাকাটাই হাতে তুলে দিয়েছিলেন মায়ের।

৭)ইরফান খান

অভিনয় জগতে আসার আগে পেশায় ছিলেন প্রাইভেট টিউটর। ছাত্রদের থেকে মাত্র ২৫ টাকা করে নিতেন ইরফান খান।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি