ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র থেকে ফিরে শুটিং-এ তাহসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শো শেষ করে দেশে ফিরেছেন সঙ্গীতশিল্পী তাহসান। ২০ দিনের এই সফরে বেশ কয়েকটি শোতে অংশ নেন তিনি। এছাড়া চলতি বছর এই তারকা সুন্দরী প্রতিযোগীতা লক্সা সুপারস্টারের বিচারকের দায়িত্বে আছেন। অপরদিকে আজ শুরু হচ্ছে তার প্রথম সিনেমা ‘যদি একদিন’ এর দ্বিতীয় ধাপের শুটিং। সব মিলিয়ে চরম ব্যস্ত সময় যাচ্ছে তাহসানের।

যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে এসে জনপ্রিয় এই তারকা জানান, ‘খুব ভালো সময় কেটেছে। মায়ামি, নিউ জার্সি, নিউইয়র্ক, মিশিগান- এই চারটি জায়গায় পাঁচটি শো করেছি। এর মধ্যে তিনটি নিজের শো আর দুটি অ্যাওয়ার্ড শো ছিল।’

তিনি আরও বলেন, ‘দেশের বাইরে বেশি বেশি শো করার কারণে বাংলা গানের শ্রোতা বাড়ছে। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক নতুন প্রজন্মের বাঙালি আছেন, যাদের জন্ম ওইসব দেশেই। কখনও বাংলাদেশে আসেনি, বাংলা গান শেনেনি। বন্ধুদের সঙ্গে বাংলা গান শুনতে এসে নিয়মিত বাংলা গানের শ্রোতা হচ্ছেন তারা।‘

দেশে এবং দেশের বাইরে শো নিয়ে তাহসান বলেন, ‘দেশের বাইরে শোগুলো ছোট পরিসরে, মিলনায়তনে হয়। মিলনায়তনের আসন অনুযায়ী সীমিতসংখ্যক দর্শক অংশ নেন, উপভোগ করেন। তবে একটি বিষয় খেয়াল করেছি, দর্শক সংখ্যা কম হলেও দেশের বাইরে যারাই শো দেখতে আসেন, তাদের বাংলা গান শোনার প্রতি আবেগ, আন্তরিকতা বেশি থাকে। আর দেশের কথা যদি বলি- দেশে তো দর্শক বেশি থাকেন, প্রাণও বেশি থাকে।’

নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমার আর পূজার দ্বৈতগান ‘একটাই তুমি’ ইউটিউবে এসেছে। সে গানটিতে বেশ সাড়া পেয়েছি। এখনও পাচ্ছি। এরই মধ্যে কন্ঠশিল্পী মালার সঙ্গে একটি গান করলাম। তা ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ‘যদি একদিন’ সিনেমার একটি গানের শুটিং করে এলাম। গানের বাকি কিছু কাজ হবে কক্সবাজারে। ঈদের সময় গানটি ইউটিউবে অবমুক্ত করার ইচ্ছে আছে। এর মধ্যে আরও একটি বড় প্রজেক্টে কাজ শুরু হতে পারে।’

এর আগে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় উপস্থাপনা করেছেন তাহসান। বর্তমানে সেই প্রতিযোগিতার বিচারক তিনি।

বিচারকের অভিজ্ঞতা নিয়ে তাহসান বলেন, ‘প্রতিযোগিতা থেকে বুদ্ধিদীপ্ত প্রতিযোগীকে বের করে আনা বিচারকের কাজ। প্রায় ১৬ বছর ধরে কাজ করতে করতে নিজের এ জায়গাটা তৈরি হয়েছে। এই জার্নিতে অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে নিজের আত্মবিশ্বাস দিয়ে বিচারকের দায়িত্বটা খুব কঠিন মনে হচ্ছে না।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি