ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শাকিব খানের আক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২৮ এপ্রিল ২০১৮

ঢালিউডের চিত্রনায়ক শাকিব খান। গত শুক্রবার দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘চালবাজ’সাফটা চুক্তির বিনিময়ে বাংলাদেশে সিনেমাটি আমদানি করা হয়েছে। এটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

অনেক জটিলতা কাটিয়ে ‘চালবাজ’ মুক্তি পেয়েছে। বিষয়টি নিয়ে শাকিব বলেন, ‘আমি যখন লন্ডনে ‘ভাইজান এলো রে’ সিনেমার কাজ করছি। তখনই শুনেছি সিনেমাটি নিয়ে জটিলতার কথা। আসলে বিগ বাজেটের সিনেমা উৎসবে মুক্তি পেলে ভালো হয়। সেই সময়ে দর্শকরা দল বেঁধে সিনেমা দেখতে চান। ব্যবসাটাও বাড়ে।’

সিনেমাটি এরই মধ্যে কলকাতায়ও মুক্তি পেয়েছে। সেই প্রসঙ্গে শাকিব বলেন, ‘সিনেমাটি নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। সত্যি বলতে কি, এখানকার দর্শকরা নিয়মিত সিনেমা দেখেন। সিনেমার গল্প, গান এবং নির্মাণ ভালো হলে রিপোর্টও ভালো হয়। বাণিজ্যিক ও এন্টারটেইনিং মুভি চালবাজ। আমার তো মনে হয়, চালবাজের ব্যবসা নবাবকে ছাড়িয়ে যাবে। শুভশ্রী দারুণ অভিনয় করেছে।’

চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারে আমাদের চলচ্চিত্রের এমন বাজে অবস্থা দেখিনি। অনেক উত্থান-পতন হয়েছে, তারপরও এতটা খারাপ ছিল না! আমার একটি ভালো সিনেমা মুক্তি পেতে গেলেই নানা ধরনের সমস্যা তৈরি হয়। একটা দেশে খুব সহজে একজন তারকা শিল্পী তৈরি হয় না।’

এদিকে কলকাতার সিনেমায় অভিনয় করে বেশ সফলতা পাচ্ছেন শাকিব। দুই বাংলাতেই তিনি এখন জনপ্রিয় হিরো। সেখানকার গণমাধ্যমেও তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে।

এ বিষয়ে শাকিব বলেন, ‘কলকাতার সিনেমার প্রযোজকরা প্রফেশনাল। পরিকল্পনা করে কাজ করেন। মুক্তির তারিখ ঠিক রেখে কাজ শেষ করেন। আমাদের এখানে হয় উল্টো! একটা ইন্ডাস্ট্রি থেকে গিয়ে আরেকটা ইন্ডাস্ট্রির ফিল্মের বাণিজ্যে ভূমিকা রাখতে পারছি বলেই আমাকে সমাদর করছে। ওরা আমাকে নিয়ে একের পর এক নতুন প্রজেক্ট করছে। এতেই সন্তুষ্ট।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি