ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আবারও সম্মানিত সৌমিত্র চট্টোপাধ্যায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২ মে ২০১৮

হীরালাল সেন জীবনকৃতি পুরস্কার পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার, বিএফটিসিসি’র পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয় কিংবদন্তি এই অভিনেতার হাতে। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সম্প্রতি, ২০১৮’র জানুয়ারি মাসে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ঁ-দ্য-নর’ সম্মানে সম্মানিত করা হয়।

এছাড়াও এই স্বনামধন্য অভিনেতা নিজের কর্মজীবনে বহু পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালে ভারত সরকার তাকে  পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। ২০১২ সালে তিনি পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। এছাড়াও সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি