ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘জুনিয়র বিরাট কোহলি’ আসছে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৭ মে ২০১৮

২০১৭ সালের কথা। ওই বছর ডিসেম্বরে বিরাট-আনুশকার চার হাত এক হয়েছিল। গত বছরের ক্রিকেট বলিউডের দুই তারকার বিবাহের হ্যাংওভার এখনও কাটেনি। এই নবদম্পতি হনিমুন, হ্যাংআউট থেকে ফ্ল্যাট ক্রয় সবকিছুই সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে।

বিয়ে হয়েছে চার মাস। আর তাই প্রশ্ন উঠেছে- ‘জুনিয়র বিরাট কোহলি’ কবে আসছেন? কারণ গুজব শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আনুশকা নাকি অন্তঃস্বত্ত্বা! এবার জনপ্রিয় এক হিন্দি প্রচারমাধ্যম ‘অমর উজালা’ আনুশকার গর্ভবস্থার ভুয়া খবর করে শিরোনামে উঠে এসেছে।

‘অমর উজালা’-এর এক আর্টিকেলে লেখার শিরোনাম, ‘কোহলির ঘরে খুব তাড়াতাড়ি শোনা যাবে শিশুর কলতান। আসছে ছোট বিরাট।’

প্রসঙ্গত, বিরাট কিংবা আনুশকা কেউই স্বীকার করেননি এমন খবর। কোনওরকম ভিত্তি ছাড়াই এমন খবরে তোলপাড় পড়ে যায় গোটা সোশ্যাল মিডিয়ায়। এমন ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় নজরে আসা মাত্রই টুইটারে বিরুষ্কা ভক্তরা ট্রোল করতে শুরু করেন সেই প্রচারমাধ্যমকে।

সূত্র : নিউজ নেশান

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি