ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বলিউডে ফ্লপ করে হলিউডে পাকিস্তানের ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৯ মে ২০১৮

পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসকে হয়তো অনেকেই চেনেন না। নাম বললে হয়তো কেউ কেউ চিনতেও পারবেন। তবে বিক্রম ভাট পরিচালিত ‘ক্রিচার থ্রি-ডি’ সিনেমার কথা মনে আছে নিশ্চই। বক্স-অফিসে মুখ থুবড়ে পড়লেও, এই সিনেমা দিয়ে বলিউডে নাম লেখান এই পাক অভিনেতা। এরপর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাতে তার ক্যামিও চরিত্র কিন্তু বেশ নজর কেড়েছিল সকলের।
তবে বলিউডে সেই ধামাকা এন্ট্রি কখনই করতে পারেননি এই পাক সুপাস্টার। তাই এবার হলিউড সিনেমাতে পা দিতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম এখনও জানা যায়নি। তবে হলিউডি সিনেমাতে এক স্পাইয়ের ভূমিকায় দেখা যাবে তাকে।
চরিত্র প্রসঙ্গে তিনি জানান, ‘এখানে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি। যদিও খুব একটা বড় চরিত্র নয়। কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মুখ্য চরিত্রের সঙ্গে বেশকিছু দৃশ্য আছে আমার। বিষয়টি নিয়ে বেশ এক্সাইটেড।’
ইমরান আব্বাস বলিউডে সেরকম পাকাপাকি জায়গা না করতে পারেননি ঠিকই, তবে পাকিস্তানে একাধিক সিনেমা, টেলিভিশনে দেখা গেছে তাকে। অনেক প্রত্যাশা নিয়ে বলিউডে এসেছিলেন এই পাক তারকা। তবে ডেবিউ ফিল্ম ফ্লপ হওয়ার পর তার সেই স্বপ্ন খুব একটা পূরণ হয়নি। যার জেরেই এখন হলিউডে ডেবিউ করতে চলেছেন এই অভিনেতা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি