ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

লুকিয়ে বিয়ে করলেন নেহা ধুপিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ১১ মে ২০১৮

সোনাম কাপুর, আনন্দ আহুজার বিয়ে নিয়ে সরগরম বলিউড, কিন্তু তার মধ্যেই চুপিচুপি বিয়ে সেরে নিলেন নেহা ধুপিয়া। কনে সেজে, বরের গলায় মালা দিয়ে গৃহবধূ ক্লাবে ঢুকে পড়লেন বলিউডের এই অভিনেত্রী।

জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে সাতপাক ঘুরে নেন নেহা। আর নেহার সেই বিয়ের খবর সোশ্যাল সাইটে প্রথম প্রকাশ করেন পরিচালক করণ করণ জোহর। নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন করণ। বলিউডের জনপ্রিয় পরিচালকের টুইটের পরই, বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন নেহা নিজেও।
সোশ্যাল সাইটে নিজের বিয়ের ছবি শেয়ার করে নেহা লেখেন, এটা তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত। দীর্ঘদিনের বন্ধুকেই বিয়ে করলেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে একটি জনপ্রিয় টক শো-এর পরিচালনায় দেখা যাচ্ছে নেহা ধুপিয়াকে। পাশাপাশি আরও একটি রিয়েলিটি শো-এও রয়েছেন বলিউডের এই মডেল অভিনেত্রী।

সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি