ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিয়ের আগের দিন আলতা পায়ে শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১১ মে ২০১৮

আজ শুক্রবার রাজ চক্রবর্তীর সঙ্গে ছাদনাতলায় বসবেন শুভশ্রী। আর সে জন্যই চলছে জোরদার প্রস্তুতি। বিয়ের আগে এবার আলতা পরতে দেখা গেল শুভশ্রীকে। টালিউড নায়িকার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি আরবানা ক্লাব হাউজে আংটি বদল পর্ব সারেন রাজ-শুভশ্রী। এরপরই ঘোষণা করা হয়, ১১ মে শুভশ্রীর গলায় মালা পরাবেন তিনি। সেই থেকে শুরু হয় দিন গোনার পালা।

অবশেষে জানা যায়, বাওয়ালি রাজবাড়িতে বসবে রাজ-শুভশ্রীর বিয়ের আসর এবং আরবানা ক্লাব হাউজে হবে টালিউডের অন্যতম সেরা জুটির রিসেপশন পর্ব।
এদিকে গত মঙ্গলবার ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনাম কাপুর। শিখ রীতি নীতি মেনে গুরুদুয়ারায় বিয়ে সারার পর মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ‘দ্য লীলা’-য় বসে বলিউড অভিনেত্রীর রিসেপশন।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি