ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর গায়ে হলুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১১ মে ২০১৮ | আপডেট: ১৬:০৬, ১১ মে ২০১৮

বরের গায়ে ছোঁয়া হলুদ আর তত্ত্ব পৌঁছে গেছে কনেপক্ষের কাছে। বাওয়ালি রাজবাড়িতে চলছে নায়িকার গায়ে হলুদ। হলুদ অনুষ্ঠানের জন্য ফুলের সাজে নিজেকে সাজিয়েছেন সুন্দরী। মাথায় হলদে কাঠচাঁপা ফুল। পরণে হলুদ লেহেঙ্গা। এযেন অন্য শুভশ্রী।
আজ রাত ১১টার লগ্নে বিবাহ সম্পন্ন হবে। সময়ের সঙ্গে রাজের ঘরণী হওয়ার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন নায়িকা। মাস দু’য়েক আগে ‘বাগদান’ সেরে আরবানায় উপস্থিত সব অতিথিদের চমকে দিয়েছিলেন রাজ-শুভ। তারপর থেকেই এই দিনের দিকে তাকিয়ে ছিল টালিউড।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি