ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাম ভাঙ্গিয়ে টাকা উত্তলন: বিপাকে শ্রীলেখা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১২ মে ২০১৮

নাম ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এজন্য প্রতি মাসে নাকি তাকে কিস্তির টাকাও গুনতে হচ্ছে।

ভারতের এক গণমাধ্যমকে তিনি জানান, তার নাম ব্যবহার করে একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে ১ লাখ ১৮ হাজার টাকা লোন নেয় রূপচর্চা, লাইফ স্টাইল সংক্রান্ত একটি প্রতিষ্ঠান। এরফলে গত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত মোট ৬০ হাজার টাকার কিস্তি শোধ করতে হয়েছে তাকে।

এ ধরনের কোনো ঋণ তিনি নেনেনি বলে দাবি করেন। বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি