ইটিভিতে মা দিবসের বিশেষ আয়োজন ‘আমার মা’
প্রকাশিত : ১২:২৯, ১৩ মে ২০১৮ | আপডেট: ১২:৩৪, ১৩ মে ২০১৮
পৃথিবী সৃষ্টির আদি রহস্য মা। তার নাড়ি ছেড়া অংশ আমরা। যাকে ঘিরে আমাদের যাপিত জীবনের যাবতীয় ছন্দময়তা। যার অনুপম জীবন দর্শন আমাদের চেতনায় ও মননে লালিত। বিশ্ব সংসারে তিনি আর কেহ না, তিনি হলেন মা, মহীয়সী জননী।
আজ ‘বিশ্ব মা দিবস’। একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন ‘আমার মা’ প্রচারিত হবে আজ রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন- রঞ্জন মল্লিক।
অনুষ্ঠানে রাজধানীর স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ মা সম্পর্কে তাদের মনোভাব ব্যক্ত করেবে এবং মা সম্পর্কে তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গী প্রকাশ করবে।
পরিবারকে ধরে রাখার জন্য মায়ের অবদানের কথা অনস্বীকার্য। আর এ প্রসঙ্গে কথা বলবেন, লেখক ও সাহিত্যিক আনিসুল হক।
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যেমন অটুট তেমনি স্বদেশের মুক্তি কামনায় মায়ের দৃঢ়তা একাত্তরের সেই দিনগুলোর কথা মনে করে দেয়।
অনুষ্ঠানটিতে মাকে নিয়ে আরও কথা বলবেন- বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদ, কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
এসএ/