ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রতারণার শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৩ মে ২০১৮

প্রতারণার শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার কার্ড থেকে ১ লক্ষ ১৮ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পরেই শ্রীলেখা মিত্র কার্ড প্রদানকারী সংস্থার সঙ্গে কথা বলেন। এমন কী সল্টলেকে সংস্থার অফিসেও যান। সেখানে গিয়ে নথি মিলিয়ে দেখেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতারণার অভিযোগ দায়ের করলেন টালিগঞ্জের এই অভিনেত্রী।
জানা গেছে, স্বাক্ষর জাল করে টাকা তোলা হয়। সেই টাকা কলকাতারই একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে জমা পড়েছে।
ইতিমধ্যেই স্থানীয় কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা মিত্র। তার অভিযোগ, কার্ড প্রদানকারী সংস্থার একটি অংশের সঙ্গে বেসরকারি সংস্থার কর্মীদের যোগসাজস রয়েছে।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি