ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বউভাতে রাজকে প্রণাম করলেন শুভশ্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাঙালি রীতি মেনেই বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী। গতকাল ছিল তাদের বউভাত। রাজের বাড়িতে বসে রিসেপশনের আসর। এরই মধ্যে রাজকে প্রণাম করতে গেলেন শুভশ্রী।

বউভাতের দুপুরে নতুন বউকে ভাত-কাপড় দেওয়া ভরতীয় বাঙালি বিয়ের রীতি। তা পালন করার পর বউ প্রণাম করেন বরকে। এটাও নিয়মেরই অংশ। রাজ-শুভশ্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কিন্তু প্রথমে শুভশ্রী প্রণাম করুক, এটা কিছুতেই রাজ চাননি।

তিনি বলেন, ‘তুমি প্রণাম করলে আমাকেও প্রণাম করতে হবে।’ কিন্তু পরে পরিবারের সদস্য, আত্মীয়-বন্ধুরা তাকে বোঝান, এটা নিয়মের অংশ। সে ক্ষেত্রে রাজি হন তিনি।

সেই ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি