ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের পর রান্নাঘরে শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ের পরেরদিনই খুন্তি হাতে নেমে পড়লেন নতুন বউ শুভশ্রী। শ্বশুরবাড়ির সকলকে পেট ভরে খাওয়ানোর জন্য রান্না ঘরে দেখা গেলো এই তারকাকে।

অপরদিকে গত রবিবার ঘরোয়া মেজাজে দেখা গেল টালিউডের নব দম্পতি রাজ এবং শুভশ্রীকে। ওই দিন দুপুর থেকেই রান্নাঘরে লক্ষী বৌ-এর মতো রান্নায় ব্যস্ত ছিলেন শুভশ্রী। দুপুরে সবরকম রীতিনীতি মেনেই সুসম্পন্ন হয় বৌভাতের অনুষ্ঠান।

এদিন রাজ একহাতে খাবার এবং আরেক হাতে কাপড় নিয়ে সর্বসম্মুখে প্রতিশ্রুতিবদ্ধ হলেন শুভশ্রীকে খুশী রাখার। সেই মূহূর্তের একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে রাজ জানান, ‘তোমার ভাত, কাপড়, গয়না, ভালো থাকার, ঝগড়া করার, তোমার পরিবার, তোমার বন্ধুবান্ধবদের ভালোরাখার সবকিছুর দায়িত্ব শুধুই আমার।’

অপরপ্রান্ত থেকে শুভশ্রী লাজুক বৌ-এর মতো জানান, ‘অ্যাকসেপ্টেড’৷
এরপরেই দুপুরের বৌ-ভাত অনুষ্ঠানে উপস্থিত হয় চক্রবর্তী পরিবার। বাড়ির নতুন বৌ নিয়ম মেনে সকলের পাতে বেড়ে দেন খাবার।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি