ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি শ্রীলেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৮ মে ২০১৮

বৃহস্পতিবার সকালে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। হঠাৎ শরীরের তাপমাত্রা বাড়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় নায়িকার। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে শ্রীলেখাকে। প্রথমদিকে শারীরিক অবস্থার অবনতি হলেও অক্সিজেন দেওয়ার পর আপাতত সুস্থ আছেন অভিনেত্রী।

চিকিৎসকরা জানাচ্ছেন, আবহাওয়ার পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে। ঠান্ডা-গরম থেকে অনেকেরই এই সময় জ্বরে হয়।
সামনেই শ্রীলেখার সিনেমা মুক্তির দিন। তার আগে অসুস্থ হয়ে পড়লেন নায়িকা। ২৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রেনবো জেলি’। ঘোঁতনের ‘পরীপিসি’র ভূমিকায় দেখা যাবে শ্রীলেখাকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে, যার এন্ট্রিতে ঘুরবে সিনেমার চিত্রনাট্যের মোড়। সিনেমার প্রমোশনের জন্য প্রস্তুতও ছিলেন তিনি। 

এদিকে শ্রীলেখার অসুস্থার জন্য সিনেমা প্রচারের তারিখ পেছনো হবে কিনা তা এখনও জানা যায়নি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি