ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বলিউডের ওয়ান্ডার ওম্যান হচ্ছেন দীপিকা!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২৫ মে ২০১৮ | আপডেট: ১০:১৪, ২৬ মে ২০১৮

বলিউডে তৈরি হতে চলেছে প্রথম ফিমেল সুপারহিরো মুভি৷ ‘ডিসি’ সুপারহিরো ফিল্ম ‘ওয়ান্ডার ওম্যান’ অনুপ্রাণীত হয়ে বলিউডে এ সম্পর্কে আগ্রহের সৃষ্টি হয়েছে। আর এই সুপারহিরো চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকা পাডুকোনকে৷ ইতোমধ্যে দীপিকা নাকি চুপিসারে মিটিং করেছেন ক্রিয়েটিভ টিমের সঙ্গে৷  

পরিচালক, প্রযোজক, ছবির নাম, কিছুই এখনও প্রকাশ্যে আসেনি৷ তবে সিনেমার প্রস্তুতি যে শুরু হয়েছে তা জানা গেছে। ছবির কনসেপ্ট নিয়ে এখনও আলোচনা চলছে৷ সেই আলোচনায় নিয়মিত উপস্থিত থাকছেন দীপিকা৷ স্ক্রিপ্ট নিয়ে নির্মাতারা সবে কাজ শুরু করেছেন৷ 

২০১৯ এর শুরুর দিকে প্রজেক্টটি শুরু করার কথা ভেবেছেন নির্মাতারা৷ বলিউডের প্রথম ফিমেল সুপারহিরো ফিল্ম বলেই ছবির বাজেট প্রায় ৩০০ কোটিরও বেশি৷ এর আগে হলিউডের ‘ট্রিপেল এক্স’ মুভিতে, দীপিকা পাডুকোনের হাই-অকটেন অ্যাকশনের দৃশ্যে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা৷ সে কথা মাথায় রেখেই তাকে এই ছবির জন্য সিলেক্ট করা হয়েছে৷

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি