ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী     

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২৬ মে ২০১৮

রাজের বিয়ে হচ্ছে। তাই সবকিছুতে রাজকীয় ব্যাপার থাকাটই স্বাভাবিক ছিল। হয়েছেও তাই। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চলতি মাসেই গাঁটছড়া বেঁধেছেন বাওয়ালি রাজবাড়িতে। নিয়ম মেনে একদিন পরে দক্ষিণ কলকাতার আরবানায় রিসেপশন। চোখ ধাঁধানো এই বিয়েতে চোখ ছিল গোটা ইন্ডাস্ট্রির।

তবে বিয়ের পরও ফোকাসে দম্পতি। বর্ধমানে শুভশ্রীর বাড়িতে অষ্টমঙ্গলায় গিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন তারা। ঠিক তার পরই কলকাতা ছেড়েছেন জুটি। কোথায় গিয়েছেন তা স্পষ্ট নয়। তবে রাজ-শুভশ্রীর হনিমুন নিয়ে জল্পনা শুরু হয়েছিল সোশ্যাল অডিয়েন্সের মধ্যে।   

সেই জল্পনার পারদ চড়তে দিয়েই এ বার একান্ত মুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী। ফেসবুকে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাদের অভিব্যক্তিতেই স্পষ্ট যে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলেন তারা। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘লভ’। ফলে সত্যিই তারা হনিমুনে গিয়েছেন কিনা তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও সে ব্যাপারে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি