ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাতনিকে নিয়ে মন্দিরে পুজা দিলেন হেমা মালিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

গতকাল রবিবার সকাল হতে না হতেই পুজা দিতে দেওল ও তখতানি পরিবার হাজির হয়েছিল ইসকনের মন্দিরে। নাতনি রাধ্যা তখতানিকে নিয়ে এসেছিলেন হেমা মালিনী। সঙ্গে এসেছিলেন এষা দেওল এবং তার স্বামী ভারত তখতানি। ছোট্ট রাধ্যাকে দেখা গেল তার বাবা ভারত তখতানির কোলে।
প্রসঙ্গত, ভারত তখতানি ও এষা দেওলের বিয়েও হয়েছিল ইসকনের মন্দিরে। পরবর্তীতে সন্তসম্ভবা থাকাকালীনও এষা ইসকনের মন্দিরে পুজো দিতে এসেছিলেন। এবারও রাধ্যার জন্য পুজো দিতেই তারা ইসকনের মন্দিরে হাজির হয়েছিলেন।
উল্লেখ্য, জন্মের প্রায় ৭ মাস পর গত ৬ মে রাধ্যার প্রথম ছবি শেয়ার করেছিলেন এষা দেওল। পাশপাশি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মা হওয়ার আনন্দ শেয়ার করেছিলেন। বলেছিলেন রাধ্যা যেন তার ছেলেবেলা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি