ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিমের ঈদ উৎসব অনিশ্চিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিদ্যা সিনহা মিম। কলকাতার জিতের সঙ্গে প্রথম জুটি বেঁধেছেন। রাজা চন্দের ‘সুলতান’ সিনেমাতে দেখা যাবে তাদের। এরই মধ্যে সেই সিনেমার গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। প্রকাশিত গান দিয়ে ইউটিউব মাতাচ্ছেন তিনি। কথা ছিল, ঈদে দুই বাংলায় একসঙ্গে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। কিন্তু হুট করে বাংলাদেশে ‘সুলতান’ মুক্তি পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

কিছুদিন আগে পহেলা বৈশাখ, ঈদ, পূজাসহ যেকোনো উৎসবে যৌথ প্রযোজনা কিংবা আমদানি করা কোনো সিনেমা মুক্তি দেওয়া যাবে না সংক্রান্ত এক আদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমাটির প্রচার-প্রচারণা স্থগিত করে। তবে কলকাতায় জোর প্রচারণা চলছে বলে জানান মিম।

তিনি বলেন, ‘জানি না শেষ পর্যন্ত কী হবে! ঈদে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেলে ভালো লাগত। তবে ঈদে কলকাতায় যে সিনেমাটি মুক্তি পাচ্ছে সেটা নিয়ে সন্দেহ নেই। আমি প্রচারণায় অংশ নিতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, কলকাতার দর্শক জিতের সঙ্গে আমার উপস্থিতি দারুণ উপভোগ করবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি