ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘হানিমুন’-এর জন্য অ্যাওয়ার্ড পেলেন শুভশ্রী!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ৩ জুন ২০১৮ | আপডেট: ২৩:১৫, ৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র শেষ হলো বিয়ের কার্য। গোটা টলিউড উপভোগ করেছে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর হনিমুনে যাবে নবদম্পতি সেটাই তো স্বাভাবিক। কিন্তু হনিমুনে যাওয়ার আগেই ‘হনিমুন’-এর জন্য অ্যাওয়ার্ড জিতলেন শুভশ্রী।

বিষয়টি ঠিক কী? ‘হনিমুন’-এর জন্য পুরস্কার!   

অবাক হবেন না। কারণ রিয়েল লাইফ হনিমুন নয়। রিল লাইফ ‘হনিমুন’-এর জন্য অ্যাওয়ার্ড জিতেছেন শুভশ্রী।

সুরিন্দর ফিল্মস এবং গ্রিন টাচ এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় কিছুদিন আগে মুক্তি পেয়েছিল প্রেমেন্দুবিকাশ চাকীর ছবি ‘হনিমুন’। সেই ছবির জন্য সদ্য টেলি সিনে অ্যাওয়ার্ড পেলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিজেই সে খবর শেয়ার করেছেন তিনি।

এই ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করছিলেন শুভশ্রী। জমজমাট হাসির এই গল্পে দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেছেন রঞ্জিত মল্লিক। সমরেশ বসুর গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছিলেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির গানের দায়িত্ব সামলেছিলেন স্যাভি। বাবা যাদব কোরিওগ্রাফ করেছিলেন। সব মিলিয়ে হাসির রোলার কোস্টারে দর্শকদের পৌঁছে দিয়েছিল টিম ‘হনিমুন’। শুভশ্রীর চরিত্রের নাম ছিল জয়তী। তার জন্যই এ বার এল পুরস্কার।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি