ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডের ছবিতে শিমলা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় পুরস্কার-প্রাপ্ত নায়িকা শিমলা বেশ অনেক বছর অভিনয় থেকে দূরে। দেশের ছোটপর্দায় দু’একটি কাজে তাকে দেখা গেলেও বড়পর্দায় তাকে অনেকদিন দর্শক দেখেননি। শিমলার ভক্তদের জন্য সুখবর যে তিনি  আবার বড়পর্দায় ফিরছেন। তবে তার শুরুটা বলিউড ছবি দিয়ে। কিংস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অর্পণ রায়চৌধুরী পরিচালিত হিন্দি ছবি ‘সফর’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে ছবির মুম্বই শ্যুটিং শিডিউল। তার এই চলচ্চিত্র এবং সাম্প্রতিক সময়ের কর্ম ব্যস্ততা নিয়ে কলকাতার গণমাধ্যম এবালাকে দীর্ঘ একটা সাক্ষাৎকার দিয়েছেন।   

ওই সাক্ষাৎকারে শিমলা বলেন, আমি যখন প্রথম বুঝতে শিখছি, তখন থেকেই আমার খুব ইচ্ছে হতো যে আমি বড় হয়ে অভিনেত্রী হব। তখনও বিষয়টা পুরোপুরি বুঝতাম না কিন্তু মনে হতো যে এই কাজটা আমি পারব। তখন থেকেই আমি শুধু বাংলাদেশ নয়, এপার বাংলার ছবি, বলিউড ছবি, ইংলিশ মুভি সবই দেখতে শুরু করি। বাংলার ছবির জগতে সেরা অভিনেতা-অভিনেত্রীর মধ্যে আমার প্রিয় হচ্ছে উত্তম কুমার ও সুচিত্রা সেন। 

বলিউডের প্রিয় নায়ক সম্পর্কে শিমলা বলেন, আমার পছন্দের তালিকায় থাকা নায়করা হলেন শাহরুখ, আমির ও সালমান খান।

এমএইচ/এসি    

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি