ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কনের সাজে ঐন্দ্রিলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ৭ জুন ২০১৮ | আপডেট: ২২:৩২, ৭ জুন ২০১৮

গয়না ভর্তি শরীর। কপালে চন্দন। মাথায় শোলার মুকুট, টিকলি। লাল বেনারসির সাজে নতুন কনে। লাল টুকটুকে বউ। টেলিভিশনের বদৌলতে আপনারা প্রতিদিন দেখছেন এই অভিনেত্রীকে। জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’। ইনি ঐন্দ্রিলা সেন।  

কিন্তু হঠাৎ কনের সাজে, এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় কেন শেয়ার করলেন ঐন্দ্রিলা? ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন আপনি ঠিক করবেন যে, আপনি আপনার জীবনটা নতুন করে শুরু করবেন, তখন আপনি বাকি থাকা জীবনটা যত দ্রুত সম্ভব শুরু করতে চাইবেন।’

কনের সাজে হঠাৎ করে নতুন জীবন শুরু করার কথা কেন বলছেন ঐন্দ্রিলা? তা হলে কি বিয়ে করছেন এই অভিনেত্রী? বিয়েই করছেন তিনি। তবে তা রিয়েল নয়, রিল লাইফে। ‘ফাগুন বউ’ ধারাবাহিকেই কনের সাজে দেখা যাবে ঐন্দ্রিলাকে। সেই ইঙ্গিতও টুইটে দিয়েছেন অভিনেত্রী।  

(সূত্রঃআনন্দবাজার)

কেআই/এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি