ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

লাইফস্টাইল নিয়ে ছোট পর্দায় আসছেন মিশা সওদাগর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ১৩ জুন ২০১৮ | আপডেট: ২২:৪২, ১৩ জুন ২০১৮

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। এ পর্যন্ত হাজারেরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন গুণী এই অভিনেতা। এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর কয়েকটি ছবিতে নায়ক হিসেবে কাজ করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে কাজ করে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন।  

রূপালী পর্দায় নেতিবাচক চরিত্রেই মিশা সওদাগরের উপস্থিতি বেশি হওয়ায় দর্শকদের মাঝে এই অভিনেতার পর্দার বাইরের জীবন নিয়ে রয়েছে বাড়তি কৌতূহল। আর তাই, এবার মিশা সওদাগর নিজেই তুলে ধরবেন পর্দার বাইরের তার জীবনযাত্রা। সম্প্রতি লাইফস্টাইল অব স্টার নামের একটি অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন মিশা সওদাগর। নিজের কর্মব্যস্ততা, পারিবারিক জীবনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বর্তমান ঢালিউডের অপ্রতিদ্বন্ধী এই খলনায়ক।

অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে মিশা সওদাগরের বাড়িসহ তার কর্মস্থানে। ঈদুল ফিতরের আগের দিন রাত ৮টায় একুশে টেলিভিশনে প্রচার করা হবে এই অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করেছেন সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি