ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঈদের জন্য প্রস্তুত চার সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১৪ জুন ২০১৮

ঈদের আর মাত্র দুই/এক দিন বাকি। মুসলমানদের বড় ধর্মীয় এই উৎসবকে রাঙিয়ে দিতে এবারও সিনেমা হলে মুক্তি পাচ্ছে একাধিক চলচ্চিত্র। এরই মধ্যে ঈদে মুক্তি চূড়ান্ত হয়েছে চারটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে- ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘পোড়ামন-টু’ ও ‘পাঙ্কু জামাই’এর পাশাপাশি ‘সুপার হিরো’ সিনেমাটি মুক্তির সম্ভাবনা আছে। সেন্সর সনদপত্র পেলে এই ঈদেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এদিকে ‘সুপার হিরো’ মুক্তির বিষয়টি অনিশ্চিত হলেও ‘ভাইজান এলো রে’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। যদিও সিনেমাটি এবারের ঈদে দর্শক মাতাবে- এমনটিই সবার ভাবনায় ছিল। গত কয়েক বছর প্রতিটি ঈদে শাকিব খানের একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। তবে এবার অনেক কম। শাকিব অভিনিত মাত্র দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরমধ্যে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমাতে শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বুবলীকে। দ্বিতীয় সিনেমা ‘পাঙ্কু জামাই’-এ শাকিবের বিপরীতে আছেন অপু বিশ্বাস। শাপলা মিডিয়া প্রযোজিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমাটি নিয়ে প্রযোজক সেলিম খান বলেন, `ঈদুল ফিতরে সিনেমা মুক্তির পুরো প্রক্রিয়া শেষ হয়েছে। দর্শক বিনোদনের সবরকম উপকরণ আছে এ চলচ্চিত্রে।

রায়হান রাফি পরিচালিত ‘কমলা রকেট সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ইতিমধ্যে এই সিনেমা নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ দেখা গেছে। এ সিনেমার মাধ্যমে ছোট পর্দার অভিনেতা সিয়ামের বড় পর্দায় অভিষেক হচ্ছে। তার সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরী। গ্রামীণ প্রেক্ষাপটে নিয়ে রচিত হয়েছে এ সিনেমার গল্প।

একই সঙ্গে কিছুদিন আগে শেষ হওয়া ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে। রোমান্টিক কমেডি গল্পের এই সিনেমাতে শাকিব-অপু জুটি ছাড়াও অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

অন্যদিকে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাশাপাশি ইমপ্রেস টেলিফিল্ম সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছে ‘কমলা রকেট’ সিনেমাটি। নূর ইমরান মিঠু পরিচালিত এ সিনেমাতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, মোশাররফ করিম, সামিয়া সাঈদ, জয়রাজ, সেওতি প্রমুখ।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি