ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিচালকদের বিয়ে করেছেন বলিউডের যে নায়িকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিনেমার শুটিং সেটে দেখেই লভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর চুটিয়ে প্রেম। তো কেউ চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলে সবাইকে চমকে দিয়েছেন। শুধু অভিনয় করে নয়, ব্যক্তিত্ব দিয়েও এই বলিউড অভিনেত্রীরা পরিচালকের মন জয় করে নিয়েছেন।
আদিত্য চোপড়া এবং রানি মুখোপাধ্যায়
তাদের সম্পর্ক চিরকালই ওপেন সিক্রেট। যদিও তারা কখনও তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। তবে ২০১৪ সালে ২১ এপ্রিল তারা সবাইকে চমকে দেন। ইতালিতে বিয়ে করেন তারা।
অনুরাগ কশ্যপ এবং কাল্কি কোয়েচলিন
২০০৮ সাল। দেব ডি-র শুটিং করছেন কল্কি আর তার পরিচালক অনুরাগ। দেব ডি-র সেট থেকেই কল্কির প্রেমে পড়েছিলেন অনুরাগ। যদিও তখন তার স্ত্রী আরতির সঙ্গে বিচ্ছেদ হয়নি। এর এক বছরের মাথায় আরতির সঙ্গে বিচ্ছেদ হয় তার। আর কল্কির সঙ্গে বিয়ে হয় ২০১১ সালের ৩০ এপ্রিল।
গোল্ডি বহেল এবং সোনালী বেন্দ্রে
১৯৯৪ সালে নারাজ ছবির শুটিং সেটে সোনালীকে দেখেই প্রেমে পড়েন পরিচালক গোল্ডি। তার বোন সোনালীর বন্ধু ছিলেন। বোনই সোনালীর সঙ্গে পরিচয় করে দেন। পাঁচ বছরের প্রেমপর্বের পর ১২ নভেম্বর, ২০০২ সালে তারা বিয়ে করেন।
গুলজার এবং রাখি
কবিতা আর সুর দিয়ে যখন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন গুলজার, রাখি তখন সিলভার স্ক্রিন মাতাচ্ছেন। ১৫ মে, ১৯৭৩ তারা বিয়ে করেন।
জে পি দত্ত এবং বিন্দিয়া গোস্বামী
বিন্দিয়া প্রথমে বিয়ে করেন অভিনেতা বিনোদ মেহরাকে। কিন্তু বিয়ের চার বছর পর তাদের বিচ্ছেদ হয়। পরে ১৯৮৫ সালে পরিচালক জে পি দত্তকে বিয়ে করেন। এর পর অভিনয় থেকেও অবসর নেন।
মহেশ ভট্ট এবং সোনি রাজদান
সুপারস্টার আলিয়া ভট্টের বাবা মহেশ। খুবই গোপনীয়তার সঙ্গে তাদের বিয়েটা হয়েছিল ১৯৮৬ সালের এপ্রিলে।
মোহিত সুরি এবং উদিতা গোস্বামী
জেহর ফিল্মের পরিচালক ছিলেন মোহিত আর এই ফিল্মে মুখ্য ভূমিকা অভিনয় করে উদিতা। তখন থেকেই তাদের সম্পর্ক। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। ২৯ জানুয়ারি, ২০১৩ সালে তারা বিয়ে করেন।
সিদ্ধার্থ রায় কপূর এবং বিদ্যা বালন
১৪ ডিসেম্বর ২০১২ সালে তারা বিয়ে করেন। শোনা যায়, তাদের দু’জনের পরিচয় করিয়ে দিয়েছিলেন কর্ণ জোহর।
সূত্র : আনন্দবাজার
এসএ/



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি