ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অচেনা ব্যক্তির সঙ্গে শাহরুখ কন্যার ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এবার ভাইরাল হল শাহরুখ কন্যা সুহানা খানের ছবি। অচেনা এক ব্যক্তির সঙ্গে সুহানার ছবি যখন ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, তখন যেন জোর গুঞ্জন শুরু হয়। শাহরুখ কন্যা সুহানা কি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও সুহানা খানের ফ্যান ক্লাবের তরফে দাবি করা হয়েছে, যে ব্যক্তির সঙ্গে দেখা যাচ্ছে শাহরুখ কন্যাকে, তিনি আসলে সুহানার কলেজের বন্ধু। ইদ উপলক্ষে নিজের বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেন সুহানা।

এদিকে সম্প্রতি আঠারোয় পড়েন সুহানা খান। মেয়ের আঠারো বছরের জন্মদিনে তার সঙ্গে ছবি শেয়ার করেন গৌরি খান।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি