ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গোপনে বিয়ে করলেন ডিপজলের মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭, ২১ জুন ২০১৮ | আপডেট: ১০:৪১, ২১ জুন ২০১৮

অনেকটা হুট করেই গোপনে বিয়ে করলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের। ঢাকার একটি হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় এই বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
ওলিজার স্বামীর নাম অর্পণ। তিনি পেশায় ব্যবসায়ী। 

মেয়ের হঠাৎ বিয়ে প্রসঙ্গে ডিপজল বলেন, ‌‘ছেলে পক্ষের কয়েকজন আত্মীয়ের কারণে এমন হুট করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কারণ তারা এরই মধ্যে দেশের বাইরে চলে যাবেন। ইচ্ছা আছে শিগগিরই সবাইকে জানিয়ে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার।’
লন্ডনে ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ওলিজা। নিজেকে একজন নির্মাতা, মেকআপ বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। প্রয়োজনে তিনি বাংলাদেশে মেকআপ ইনস্টিটিউটও গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন। ‘মেঘলা’ নামে একটি সিনেমাও পরিচালনা করছেন তিনি।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি