ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ছেলের দায়িত্ব নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার দ্বন্দ্ব চরমে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২১ জুন ২০১৮

গত দু’বছর ধরে আলাদা থাকছেন টালিউডের তারকা দম্পত্তি রাহুল-প্রিয়াঙ্কা। বোঝাই যাচ্ছে ফাটল ধরেছে সম্পর্কে। তবে টালিপাড়ায় কানাঘুষো চললেও মুখ খোলেননি তারা। যদিও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবার নিয়ে হাজির হন তারা। কিন্তু হঠাৎ তিক্ততায় ভরে উঠেছে তাদের সম্পর্ক। এদিকে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি চাইনি বিষয়টা সবার সামনে আসুক। তবে গত দু’বছর ধরে লড়াইয়ের জেরে সমস্যায় পড়েছেন তাদের ছোট্ট সন্তান সহজ। সেটা তিনি আর মেনে নিতে পারছেন না। তাই এই ব্যবস্থা।’

তিনি আরও বলেন, ‘সহজের দায়িত্ব নিচ্ছে না রাহুল। এবছর সহজের স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল। এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ। একটা সময় তা দেবে বলেছিল রাহুল। কিন্তু লাস্ট মিনিটে ও টাকা দিতে অস্বীকার করে।’

আর এর জেরে আদালতে মামলা দায়ের করেছেন নায়িকা। সে নোটিশ রাহুলের কাছেও পৌঁছে গেছে। রাহুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী। এর মধ্যে প্রতারণা ও নির্যাতনের অভিযোগও রয়েছে। তবে নিজের জন্য কিছুই চান না বলে জানিয়েছেন নায়িকা। তার বক্তব্য- তিনি যা করছেন, পুরোটাই সহজের জন্য। রাহুল সহজের মন বিষিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ এনেছেন নায়িকা। আগামী জুলাই মাসে এ নিয়ে একটি শুনানির দিনও ধার্য রয়েছে।

উল্লেখ্য, এই তারকা জুটির প্রেম থেকে বিয়ে হয়। দু’জনের মাঝে আসে ছেলে সহজ। তার পর বিচ্ছেদও হয়ে যায়। কিন্তু বন্ধুত্বটা ছিল। এ বার আর সেটাও রইল না। কারণ, রাহুলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন প্রিয়ঙ্কা। রাহুলও পাল্টা প্রিয়ঙ্কার বিরুদ্ধে তার পরিবারের উপর মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন।

রাহুল বলেন, ‘গত সাত মাস আমাকে ছেলের মুখ দেখতে দেওয়া হয়নি। শুধুমাত্র টাকার জন্য। প্রিয়ঙ্কা আমার কাছ থেকে এককালীন এক কোটি ২৫ লক্ষ টাকা দাবি করেছে। ওর এখন ‘সুলতান’-এর মতো সিনেমা চলছে। আমি সিরিয়াল করি। এত টাকা কি দেওয়া সম্ভব? টাকাটা না দিলে ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না, এটাও সে বলেছে। আমি নাকি ওকে শারীরিক-মানসিক নির্যাতন করেছি। এটা ও বিভিন্ন জায়গায় বলছে। আমি বিভিন্ন সূত্রে শুনলাম। আমাকে ডিরেক্ট কিছু বলেনি। বরং আমি তো বলব, আমার পরিবারের উপর ও মানসিক নির্যাতন চালিয়েছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি