ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিথিলার ‘ভয়েস ডাউন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ২১ জুন ২০১৮

ঈদের জন্য খুব বেশি নাটকে অভিনয় করেননি অভিনেত্রী মিথিলা। যে ক’টি কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ‘ভয়েস ডাউন’নাটকটি রচনা পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল।

এর গল্পে দেখা যাবে, মিথিলা, জোভানের একটি ব্যান্ড গ্রুপ আছে। গান গাইতে গিয়ে একদিন জোভানের ভয়েসে সমস্যা হয়। কোনোভাবেই ঠিক হচ্ছিল না। এদিকে গাওয়াটাও বেশ জরুরি। সমস্যা সমাধানে মিথিলা নাঈমকে নিয়ে আসে গান গাওয়ার জন্য। বিষয়টি জোভান মেনে নিতে পারে না। তখন জোভানের সঙ্গে সমস্যা হয় মিথিলার। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

এতে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘একেবারে অতি পরিচিত একটি গল্প। কিন্তু এ গল্পের মধ্যে যে টুইস্ট আছে সেটা সবার অজানা। নাটকটি না দেখলে বোঝা যাবে না।’

ব্যান্ডদলগুলোর মধ্যে কেন এবং কী কারণে ভাঙনের সৃষ্টি হয় তা নিয়েই নাটকটির গল্প আবর্তিত হয়েছে বলে জানা গেছে। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন জোভান ও নাঈম। নাটকটি আজ রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি